বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

আগরপুরের হযরত খাজা মনির উদ্দিন চিশ্তীর পাকদরবার শরীফের বাৎসরিক ওরশ সম্পন্ন

আগরপুরের হযরত খাজা মনির উদ্দিন চিশ্তীর পাকদরবার শরীফের বাৎসরিক ওরশ সম্পন্ন

বাবুগঞ্জ প্রতিনিধি:- প্রতিবছরের ন্যায় উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হযরত খাজা মনির উদ্দিন চিশ্তী (রা:) এর বাৎসরিক ওরশ মাহফিল বুধবার মাগরিব বাদ অনুষ্ঠিত হয়ে বৃস্পতিবার দিবাগত রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুরের ঐতিহাসিক ঝাউতলা মাজার শরীফ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
বাৎসরিক ওরশ শরীফ মোবারক অনুষ্ঠানে সমাজসেবক শিক্ষানুরাগী ও মাজার কমিটির সভাপতি মোঃ রেজাউল হক সুমন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সানাউল হক মিয়া, হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক একে এম শহিদুল আলম ফারুক।
হযরত খাজা মনির উদ্দিন চিশ্তী (রা:) এর পাক দরবারের বাৎসরিক অনুষ্ঠানে পুরুষ-মহিলা ভক্তদের সুগামনে মাজার প্রাঙ্গন কানায় কানায় ভরে যায়।
এছাড়াও বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসরলাম রনি ও মাজার কমিটির নেতা মোঃ লিটন বাবুর্চীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ রাকিব মিয়া, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিশ^জিৎ দাস, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুল আলম বিপলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অশংখ ভক্তদের মাঝে ইসলামিক শরিয়ত ও মারফত, গানের পিস্টে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগাত শিল্পী পাগল সুমন সরকার, কুষ্টিার আসমা সরকার ও শিল্পী রুমা সরকার। মাজার কমিটির সভাপতির মহতি উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে ব্যাপক ভাবে এবছরে ঐতিহাসিক ঝাউতলা মাজার প্রাঙ্গনের আশপাশ নানা কালার রংগের বাতি দ্বারা আলোক সজ্জায় সজ্জিত করা হয়। ঐ এলাকার মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছিল বুধবারের অনুষ্ঠানের দিনটির জন্য।
মাজার কমিটির সভাপতি মোঃ রেজাউল হক সুমন মিয়া বলেন, আমাকে যেন মহান আল্লাহ তায়ালা এবছরের চেয়েও প্রতিবছর সুন্দার সুষ্ঠ ভাবে এ মাজার শরীফের বাৎসরিক ওরশ করতে রহমত করে। মাজারের বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন মাজার কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জামাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সবুজ ফরাজী এবং সার্বিক সহযোগীতায় খাদেম কাছেম বেপারি, আমির বিশ্বাস, দুলাল বাবুর্চী, আজিজ বাবুর্চী, রত্তন বেপারি, শহিদুল বাবুর্চী, কামাল বাবুর্চী, মাসুম হাওলাদার, সাবেক ইউপি সদস্য বাবুল বেপারি, নিজাম দফাদার, কানাই দাস, শাহিন বাবুর্চী, আরিফ বাবুর্চী, সজল, জাকির খান সহ সকল সদস্য বৃন্দ ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech