বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশাল বিভাগীয় কমিশনারের গৌরনদীর গনটিকা কেন্দ্র পরিদর্শন

বরিশাল বিভাগীয় কমিশনারের গৌরনদীর গনটিকা কেন্দ্র পরিদর্শন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান শনিবার সকাল থেকে দিনভর গৌরনদী উপজেলার করোনার গনটিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপজেলার বেশ কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
টিকা কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্সসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সারাদেশে একযোগে এককোটি করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দিনভর বরিশালের গৌরনদী উপজেলার ২২টি টিকা কেন্দ্র থেকে একযোগে গণটিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপজেলার ওই কেন্দ্রগুলো থেকে সর্বমোট ১৫ হাজার ৪ শত ২৬ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯ শত ৬৫ জন পুরুষ ও ৮ হাজার ৪ শত ৬১ জন নারী রয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech