বরিশাল প্রতিনিধি:
বরিশালে সিটি করপোরেশনের (বিসিসি) গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার নির্ধারিত সাতটি কেন্দ্রের পাশাপাশি ১৫টি মোবাইল টিম নগরীজুড়ে কাজ করছে। এছাড়া নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করা হলে অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষমদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ডা. খন্দকার শুভ্র। তিনি বলেন, প্রতিটি মোবাইল টিমে দুজন করে ভ্যাকসিন দেওয়ার জন্য ও তিনজন স্বেচ্ছাসেবক আছে। আর এসব মোবাইল টিম লঞ্চঘাট, বাস টার্মিনাল, বাজার, আদালত প্রাঙ্গণ ও কলোনিগুলোতে গুরুত্ব দিয়ে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছে। স্বেচ্ছাসেবক শুভ শীল বলেন, গত তিন যাবৎ নগরীর তৃনমূল এলাকাগুলোতে গিয়ে ভ্যাকসিন প্রদান করেছি। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে আমরা মানুষের দোড়গোড়ায় পৌছে গিয়ে ভ্যাকসিন দিচ্ছি।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মো. হুমায়ুন শাহীন খান জানান, বিভাগের মোট ১ হাজার ৫০ টি টিকাদান কেন্দ্রে গণটিকা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১০ থেকে ১২ লাখ মানুষকে টিকার আওতায় আনা গেলে আমাদের লক্ষ্য মাত্রা অর্জন হবে।