বরিশাল প্রতিনিধি: বরিশালের চরমোনাই মাহফিল ময়দান এলাকায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার চরমোনাই মাহফিল ময়দান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৭ টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বরিশাল নগরীতে চলমান টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা,চরমোনাই মাহফিল কমিটির নেতৃবৃন্দ সহ মেট্রোপলিটন পুলিশ ও ১০ এপিবিএন সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।