বরিশাল প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি, রবিবার জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে টিসিবির কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, আঞ্চলিক প্রধান বরিশাল টিসিবি মোঃ আল-আমীন হাওলাদার, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল মোঃ শাহ শোয়াইব মিয়াসহ বরিশাল জেলার সকল টিসিবির ডিলার বৃন্দ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার মাধ্যমে আসন্ন রমজান উপলক্ষে টিসিবির কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার টিসিবির ডিলার দের নিয়ম অনুযায়ী পণ্য বিক্রয় করার অনুরোধ জানান পাশাপাশি জেলা প্রশাসক তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি হুঁশিয়ারি দেন কেউ যদি টিসিবির পণ্য নিয়ে অন্যায় করে তাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।