যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় বরিশালের গৌরনদীতে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট।
গতকাল শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া পরিষদের সভাপতি বিপিন চন্দ্র বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং উপজেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ্, কাজুলীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শাহিন, ক্রীড়াবিদ ও গৌরনদী চুরই ভাতী রেস্টুরেন্ট এর সত্তাধিকারী নাজমুল আলম চঞ্চল, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কোষাদক্ষ মোঃ লিটন খান, ক্রীড়াবিদ মোঃ ছরোয়ার হোসেন, ক্রীড়াবিদ ও দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন-সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা।
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে এবং কিশোর-যুবকদের মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাষ।
বিশেষ অতিথি গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ বলেন, ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ৬ টি দল অংশ নিয়েছে। তীব্র প্রতিদ্বন্ধি¦তাপূর্ণ উদ্বোধনী খেলায় এন.বি.এফ.সি ক্লাব ০-০ গোলে ড্র করে ধানডোবা ফুটবল ক্লাব এর সাথে।