বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

বরিশাল, ২২ ফাল্গুন (০৭ মার্চ):

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ও উৎসব মূখর পরিবেশে বরিশালে আজ ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়। সকালে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, উপমহা পুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিসিন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ তাঁর সাড়ে আঠারো মিনিটের ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের দিক দির্দেশনা দিয়েছেন। জাতির জনক আজীবন যে স্বপ্ন লালন করেছেন ৭ই মার্চের ভাষণ তার বহি:প্রকাশ। জাতির জনকের নির্দেশনায় বাঙালি জাতি আজ এক গর্বিত জাতি হিসেবে বিশ্বে পরিচিত। জাতির জনকের এ ভাষণ সারা বিশ্বে সমাদৃত এবং গবেষণার বিষয়। ৭ই মার্চের ভাষণ বিশ্বের অনেক ভাষায় ইতোমধ্যে অনুদিতও হয়েছে। বক্তরা এ প্রজন্মকে জাতির জনকের আদর্শ ধারণ ও লালন করে বড় হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপমহা পুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিসিন, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন খান, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech