নিজস্ব প্রতিবেদক:
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পিতা মোহাম্মাদ আলী হায়দার এর সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ মার্চ) আসর নামাজ বাদ বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডস্থ বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া তার সুস্থতা কামনা করে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কোর্ট মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। উল্লেখ্য, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর বাবা মোহাম্মাদ আলী হায়দার কিছুদিন যাবত চোখের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (০৮ মার্চ) ঢাকা চক্ষু হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাই জেলা প্রশাসক তার বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।