নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করার আদেশ দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। আজ সোমবার কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির দু’জনের স্বাক্ষরিত কপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় কেন্দ্রীয় কমিটির নির্দেশ নামায় বলেন আপনার বর্তমান পদের বিপরিতে অতিরিক্ত বরিশাল মহানগর শ্রমিকদলের সভাপতি শুণ্যপদের বিপরিতে অতিরিক্ত দায়ীত্ব প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনামার অনুলিপির কপি বরিশাল মহানগরের শ্রমিকদলের সাধারন সম্পাদক সহ সকল দপ্তরে প্রেরন করা হয়েছে বলে উল্লেখ করেন।
দীর্ঘদিন যাবত বরিশাল মহানগর শ্রমিকদলের সভাপতি মাইনুল ইসলাম মানিকের মৃত্যুর পর থেকে সভাপতির পদটি শুণ্য হয়ে পড়ে থাকার কারনেই কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মহানগর শ্রমিকদল নেতৃবৃন্দ জানান।