বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে আটক করা হয় তাকে।

আটক ভুয়া চিকিৎসক রাকিবুল ইসলাম নগরীর আমানতগঞ্জ কাজীর গোরস্থান এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি ঝালকাঠি পৌর এলাকার পেট্রল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়িতে বসবাস করেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় ও গলায় স্টেথিসকোপ ঝুলিয়ে ঘুরতে ছিল রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা পরিচয় জানতে চায়।

রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। তাকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করে। পরে তাকে পুলিশে দেওয়া  হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রাকিবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার অন্য কোনো মতলব ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech