ডেস্ক রিপোর্ট:
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২২শে মার্চ পেশাজীবীদের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চায় নতুন নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে পরামর্শ নিতে চায় বিভিন্ন মহলের। দায়িত্ব নেয়ার পর এই প্রথম ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানায় ইসি। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে নির্বাচন ভবনে শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দফা বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ৩০ জন বিশিষ্ট শিক্ষাবিদ অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেন মাত্র ১৩ শিক্ষাবিদ।
তবে, নতুন দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় দফায় দেশের পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। তবে, ২২শে মার্চের এ সংলাপে কতজন পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাচন ভবনে আয়োজিত প্রথম দফার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক সমঝোতা না হলে ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সমঝোতার ওপর জোর দিয়েছেন।
বর্তমান কাঠামোর আলোকে নির্বাচন করা, প্রবাসীদের ভোটের সুযোগ দেয়াসহ নানা পরামর্শ উঠে আসে বৈঠকে। ভোটাধিকার নিশ্চিতে কমিশন আস্থা অর্জনে কাজ করবে- আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।