কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে যুবদল। আজ রোববার দুপুরে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেছেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক।
বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মো. জাকির হোসেন নান্নু।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল, বরিশাল জেলা যুবদলের সভাপতি এইচ এম তসলিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলার যুবদল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।