বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। করোনায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে, সেগুলো পূরণে রেমিডিয়াল ক্লাস এবং যারা এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে।’
এ সময় বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে কোনটি ভালো হবে, সেটি সরকার করবে।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।