বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নতুন পরিকল্পনা নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নতুন পরিকল্পনা নেই : শিক্ষামন্ত্রী

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। করোনায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে, সেগুলো পূরণে রেমিডিয়াল ক্লাস এবং যারা এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে।’

এ সময় বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে কোনটি ভালো হবে, সেটি সরকার করবে।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech