শামীম আহমেদ ॥ এইচএসসি’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ১১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
সূত্রমতে, ১১ পরীক্ষার্থীর মধ্যে ফেল থেকে পাস করেছে তিনজন, নতুন জিপিএ-৫ পেয়েছে দুইজন এবং ফলাফল উন্নীত হয়েছে ছয়জনের। সূত্রে আরও জানা গেছে, করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের সকল বিভাগের তিনটি নির্ধারিত বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কাঙ্খিত ফলাফল না পেয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের জন্য ১৬শ’ তিনজন পরীক্ষার্থী আবেদন করেন।