বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গৌরনদীতে আই ক্যাম্প কার্যক্রম সাফল্যমন্ডিত করার লক্ষে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহনে সমন্বয় ও মতবিনিময় সভা

গৌরনদীতে আই ক্যাম্প কার্যক্রম সাফল্যমন্ডিত করার লক্ষে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহনে সমন্বয় ও মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ন্যাশনাল আই কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের তত্বাবধানে আগামী ২৩শে মার্চ বুধবার বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪টি স্থানে একযোগে দিনব্যাপী বিনামুল্যে মেগা আই ক্যাস্প পরিচালিত হতে যাচ্ছে। এ আই ক্যাম্প কার্যক্রম সাফল্যমন্ডিত করার লক্ষে সোমবার সকালে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহনে উপজেলা সদরে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, আগামী ২৩ মার্চ গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলার বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং আগৈলঝাড়া উপজেলার সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ ও উপজেলার নিশিকান্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয় নেন্দ্রে সকাল ৮টা ৩০মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে চক্ষু রোগী বাছাই করা হবে। এর আগের দিন ২২মার্চ সকাল সাড়ে ১০টায় আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ প্রাঙ্গনে এ মেগা আই ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ২৩মার্চ বুধবার বিকেলে ও পরের দুইদিন ২৪ ও ২৫শে মার্চ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে। এ আই ক্যাম্পে বাছাইকৃত রোগীগন সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোজনসহ চোখের ছানি অপারেশন সুবিধা ও ঔষধপত্র পাবেন। হাসপাতালে অবস্থানকালে রোগীদের বিনা খরচে থাকা খাওয়ার ব্যাবস্থা করা হবে। অপারেশনকৃত রোগীদেরকে বিনামূল্যে আপারেশন পরবর্তি চিকিৎসা সেবা প্রদান করা হবে। অপারেশন পরবর্তি ফলোআপ ও রিডিং চশমা বিতরণ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোক্তা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ লোকমান হোসেন মিয়া। প্রধান পৃষ্ঠপোষক হলেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আই কেয়ার এর প্রোগ্রাম ম্যানেজার (ম্যানেজমেন্ট) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক, ডাঃ মোহাম্মদ গোলাম রসুল, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, ন্যাশনাল আই কেয়ার এর প্রোগ্রাম ম্যানেজার (প্লানিং ও রিচার্স) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক, ডাঃ মোঃ শহীদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবং ওই চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, ডাঃ এস,এম এনামূল হক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং ওই চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, ডাঃ শ্যামল কুমার সরকার, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech