বরিশাল প্রতিনিধি:
বরিশালে জেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্মার্টফোনে আসক্তিঃপড়াশোনায় ক্ষতি এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল জেলা প্রশাসন আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন খান, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নুরুল আলম, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ। বরিশাল জেলায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতা এবারেও মেলায় বরিশাল জেলার ১০টি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করবে। শুরুতে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল। পরে তার মেলার স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিথিরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। মেলায় জুনিয়র গ্রুপে বরিশাল জেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও সিনিয়র গ্রুপে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।