নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক জনকন্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা মফস্বল সাংবাদিকদের সর্ববৃহত প্লাটফর্ম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত খোকন আহম্মেদ হীরা। ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, বিএমএসএফ’র উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী, সদস্য জামিল মাহমুদ, প্রেমানন্দ ঘরামী, কেএম সোয়েব জুয়েল, সুমন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, পার্থ হালদার, জিএম জসিম হাসান, এইচএম লিজন, পঙ্কজ কুন্ডু, কাজী রনী, সাকিবুল্লাহ বেলালী উপস্থিত ছিলেন।