ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে গত রোববার পুলিশ-জনতার সংঘর্ষে নিহত তিন পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনারম্ভর পরিবেশে ওই অনুদান প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভোলা জেলা কোস্ট ট্রাস্ট্রের আ লিক কর্মসূচী সমন্বয়কারী আ. রব নিহত আবু রায়হান ও মো. শাহিনের স্বজনদের হাতে মাথাপিছু নগদ ১০ হাজার টাকা তুলে দেন। ওই সময় কোস্ট ট্রাস্টের জেলা উর্ধ্বতন সমন্বয়কারী জহিরুল ইসলাম, জেলা প্রকল্প সমন্বয়কারী প্রকাশ চন্দ্র শীল, উপজেলা স্বেচ্ছ¡াসেবকলীগের আহবায়ক মো. আলী হিরা, আ’লীগ নেতা গিয়াসউদ্দিন লিটন উপস্থিত ছিলেন। এছাড়া ওইদিনে একই ঘটনায় নিহত মনপুরা উপজেলার মো. মিজানুর রহমানের স্বজনদের হাতে মনপুরা কোস্ট ট্রাস্টের অফিস থেকে একই পরিমান টাকা তুলে দেয়া হয়েছে বলে ভোলা জেলা কোষ্ট ট্রাষ্টের আ লিক কর্মসূচী সমন্বয়কারী আ. রব নিশ্চিত করেন। তবে নিহত মাহফুজের পরিবার টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও তিনি জানান। উল্লেখ্য গত রোববার ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনার জেরে পুলিশ ও জনতার সৃষ্ট সংঘর্ষে ৪ জন নিহত হয়।