দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে প্রতীকী অনশন করেছে বিএনপি। সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল মহানগর কমিটির ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও জিয়াউদ্দিন শিকদার জিয়া সহ অন্যান্যরা।
এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।