নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর রূপাতলী এ. ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে বাউন্ডারী ওয়াল নির্মানে বাধা এবং জমির মালিক বিধবা বৃদ্ধা আক্তার রওজান খানমকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রওজান খানম। সেখানে বিবাদী করা হয় হামলাকারী মিজানুর রহমান, জাহিদুর রহমান, কহিনূর বেগম ও আহমেদ জেবিন আখিকে। এছাড়া আরো ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। জমির মালিক ৬৫ বছরের বৃদ্ধা রওজান খানম বলেন, এ. ওয়াহেদ স্কুল সংলগ্ন এলাকায় তার ক্রয়কৃত সাড়ে ৯ শতাংশ এবং ওয়ারিশ সূত্রে পিতার কাছ থেকে পেয়েছেন আড়াই শতাংশ জমি। মোট ১২ শতাংশ জমি রয়েছে। ওই জমি দখলে মরিয়া হয়ে ওঠে হামলাকারী বিবাদীরা। তারা তার ছেলেকে ভুল বুঝিয়ে সেখানে দেয়াল নির্মান করে জমি দখলে নেয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে আমার ছেলে বিষয়টি বুঝতে পারে। এরপর গত শনিবার ওই দেয়াল অপসারন করে নতুনভাবে দেয়াল নির্মান করতে গেলে বিবাদীরা সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। হামলা থেকে রক্ষা পাননি বৃদ্ধা রওজান খানমও। তাকে বেদম মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় লাঠিসোটা দিয়ে তাকে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানায় গিয়ে তারা অভিযোগ দায়ের করেন। ওই স্থানে যাতে কোন ধরনের কাজ করতে না পারে এ জন্য সেখানে সন্ত্রাসী মোতায়েন করেছে হামলাকারীরা। ওই সকল সন্ত্রাসীদের কারনে তারা তাদের নিজেদের জমি ভোগ দখল করতে পারছেন না। রওজান খানম আরো বলেন, ওই জমির মালিকানা আমার তা কাগজপত্রে প্রমান রয়েছে। যারা জমি দখল করতে চায় তাদের কাছে কোন কাগজ নেই। আছে শুধু সন্ত্রাসী। আর সন্ত্রাসীদের ভাড়া করে ওই জমি থেকে তাকে উৎখাতের পায়তারা করছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষকে যেতে নিষেধা করা হয়েছে। কাগজপত্র দেখে এর সমাধান দেয়া হবে।