বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

০৮ কেজি গাজা সহ দম্পতি আটক 

০৮ কেজি গাজা সহ দম্পতি আটক 

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ২০২২ খ্রিঃ ১৭:৪৫ টায় নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটে প্রবেশের মূখে টিকিট কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় মোঃ নাজমুল আলম প্রকাশ রাজু (২৯), (ভাসমান) পিতা- মৃতঃ মোঃ রুবেল, সৎ পিতা- মোঃ জুবায়ের ইসলাম প্রকাশ বাবুল হোসেন, মাতা- মোসাঃ ছাবিনা বেগম, বর্তমান সাং- কদমতলী বাসস্ট্যান্ড, জনৈক মনা হাজ্বীর বাড়ীর ভাড়াটিয়া, ২৯নং ওয়ার্ড, থানা- সদর ঘাট, সিএমপি, চট্টগ্রাম।  ও মোসাঃ হালিমা বেগম (২৫), (ভাসমান) স্বামী- মোঃ নাজমুল আলম প্রকাশ রাজু, পিতা- মোঃ মোজাম্মেল হক, মাতা- মোসাঃ খোদেজা বেগম, বর্তমান সাং- দমতলী বাসস্ট্যান্ড, জনৈক মনা হাজ্বীর বাড়ীর ভাড়াটিয়া, ২৯নং ওয়ার্ড, থানা- সদর ঘাট, সিএমপি, চট্টগ্রাম, বাবার বাড়ীর ঠিকানা- সাং নয়াপাড়া, গাজীপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লাদ্বয়কে ০৮ কেজি গাঁজা সহ আটক করেন এবং মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত কালো মেরুন কালারের Vivo স্মার্ট মোবাইল সেট ও একটি সাদা কালারের বাটন মোবাইল ফোন সেট জব্দ করেন।
এসময় অপর সহযোগী মোঃ শামীম (৩৫), পিতা- অজ্ঞাত, মাতা- অজ্ঞাত, সাং- দেবপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech