বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিশ্ববিদ্যালয় কোন ট্রেনিং সেন্টার না – জাফর ইকবাল

বিশ্ববিদ্যালয় কোন ট্রেনিং সেন্টার না – জাফর ইকবাল

বরিশাল প্রতিনিধি
শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ক্লাস রুমে তোমাদের যা জানার তার ৫ ভাগ শিখবে, বাকি ৯৫ ভাগ শিখবে বাইরে। তোমাদের যে জিনিসগুলো শেখানো দরকার আমরা যদি চাইতাম ২ বছরের মধ্যে সব শিখিয়ে তোমাদের বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনা। আমরা তোমাদের ৪ থেকে ৫ বছর বিশ্ববিদ্যালয়ে রাখি। বিশ্ববিদ্যালয় কোন ট্রেনিং সেন্টার না। যে তোমাদের ট্রেনিং করে ছেড়ে দিলাম। গতকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইউনিভার্সিটি কথাটির ইউনিভার্স অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড থেকে আসছে। বিশ্ববিদ্যালয় সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের একটি অরগানাইজেশান। কাজেই তোমাদের মনটা হবে ব্যপক। তোমাদের শুধু ক্লাসের বিষয়গুলো শিখলেই হবে না, বাইরে অসংখ্য বিষয় শিখতে হবে। এখানে গানের সংগঠন, কবিতা আবৃতির সংগঠন, নাটকের সংগঠন, কার্টুন আঁকার সংগঠন, সাইন্সের, বিতর্কের সংগঠন থাকবে এবং তোমাদের সেখানে পার্টিসিপেশন থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। তোমরা যে যেখানে যাবে সেখান থেকে নেতৃত্ব দিবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের প্রতি নানা দিক নির্দেশান মূলক বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের তিনটি ঋণ পূরণ করতে হবে। পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশকে যারা স্বাধীন করেছেন এবং যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে সেই মানুষের প্রতি ঋণ পূরণের আহবান জানান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম, প্রক্টর ড. মো. খোরশেদ আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech