বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাকেরগঞ্জে বধ্যভূমি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

বাকেরগঞ্জে বধ্যভূমি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ এবং খুলনা অঞ্চলের সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর বধ্যভূমি এবং জমিদার বাড়ি পরিদর্শন করেন তারা। এ সময় তারা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরীর (নাটু বাবু) শ্যামপুরের জমিদার পরিদর্শন করেন। নাটু বাবুর স্ত্রী ছায়া রায় চৌধুরী তাদের ফুল দিয়ে বরন করেন। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। পরিদর্শন শেষে জমিদার নাটু বাবুর পরিবারের পক্ষ থেকে তাদেরকে সন্মাননা ক্রেস্ট ও শীতল পাটি উপহার দেয়া হয়। এ সময় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ সাংবাদিকদের বলেন, ছোট্ট শিশুদের হাতে আকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চিত্র গুলো খুবই অসাধারণ। নিঃসন্দেহে এটা একটি অনেক বড় সাহসিকতা। এভাবেই শিশুরা এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আব্দুল কাদের হাওলাদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শংকর শীল, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন এবং শ্যামপুর বনিক সমিতির সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech