বরিশাল প্রতিনিধি:
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকি অনশন করেছে বরিশাল কোতোয়ালী থানা বিএনপি। কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই প্রতীকি অনশন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা সরকার পতন আন্দোলন বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বরিশাল কোতোয়ালী থানা বিএনপি সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবাদুল হক চাঁন, জেলা (দক্ষিণ) বিএনপি আহবায়ক মজিবর রহমান নান্টু ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনশনে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, নিত্য পন্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানান। এ লক্ষ্যে নেতার্কীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।