বরিশাল প্রতিনিধি:
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় গতকাল সোমবার নগরীর নথুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে বাজার মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্যতালিকা না থাকা, পণ্যের গায়ে মূল্য অঙ্কিত না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার দায়ে নগরীর নথুল্লাবাদ এলাকার হাফিজ স্টোর্স ও সাইদুর স্টোর্স নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন কৃষি বিপণন কর্মকর্তা এস এম মাহবুব আলম। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।