গৌরনদী (বরিশাল) সংবাদ দাতাঃ
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে পুলিশ ক্যম্পের পাশে একটি ঘর ও পাট থড়ি ও বাশের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ২টি ইউনিট কাচ করছে। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করনছেন।
ঙ্গলবার (০৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও স্থানিয় সূত্রে জানা যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।