নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান মাসে তরমুজের মুল্য সহনীয় পর্যায় রাখতে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রকিবুর রহমান খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। সভায় বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, বরিশালে পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেছেন। তারপরও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিকল্পে মঙ্গলবার এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় একাধিক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে, তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে, তরমুজ কেটে বিক্রি করা যাবেনা, যেহেতু বিক্রেতারা তরমুজ চাষ করেনি। আড়তদাররা মূল্য তালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেননা। আর এরপরও কেউ সিন্ডিকেট করলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করবে বলে সভায় জানানো হয়।