বরিশাল প্রতিনিধি:
বরিশালে ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ এর শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর উত্তর বগুড়া রোড, নতুন বাজার এলাকায় এ শো-রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী, চিত্র নায়ক ফেরদৌস, চিত্র নায়িকা অপু বিশ্বাস, চিত্র নায়ক নিরব ও ইমন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বরঙ এর কর্ণধার ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, বরিশাল এসে আমরা খুবই মুগ্ধ। বরিশালের চারদিকে সবুজ আর সবুজ। বরিশালের মানুষগুলোও অনেক ভালো। বিশ্বরঙ যেনো বরিশাল থেকে সারা দেশে তথা বিশ্বে ছরিয়ে যেতে পারে এই কামনা করি আমরা সবাই। তারা আরও বলেন, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রীতে অন্যতম ফ্যাশন ব্রান্ড হিসেবে পরিচিত একটি নাম বিশ্বরঙ। সুদীর্ঘ ২৭ বছরের পথ চলায় বিশ্বরঙ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র, বিভিন্ন উৎসব পার্বন উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের ভালোবাসায় বিশ্বরঙ এখন বরিশালে। উল্লেখ্য, এটি বিশ্বরঙ এর ১৯ তম শো-রুম।