শামীম আহমেদ ॥
চাল,ডাল,তেল গ্যাস এবং নিত্যপেেণ্যর দাম কমানো সহ সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা ও রাজশাহীতে কৃষক হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ,বাংলাদেশে ওয়াকার্স পার্টি (মাক্সবাদী) বরিশাল জেলা কমিটি।
আজ শনিবার (৯ই এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেন তারা।
অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন,এ্যাড, একে আজাদ,উপাধাক্ষ হারুনর রসিদ,বিরেন রায়,জাফর তালুকদার প্রমুখ। সমাবেশ শেষে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে পুনরায় সদররোড এসে শেষ করে তারা।