শামীম আহমেদ ॥
অন্যায্য ফি’র চাপে কুয়েট শিক্ষার্থীর আত্বহত্যার দায় রাষ্ট্রকে নেওয়া সহ মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে অবিলম্বে নিংশর্ত মুক্তি দাবী সহ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে বিজ্ঞান আনোদালন মঞ্চ বরিশাল জেলা কমিটি ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর কমিটি।
বিজন সিকদারের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটি সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বাসদ সদস্য কাজল দাশ,ছাত্রফ্রন্ট মহানগর সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, শেবাচিম সংগঠক বাসদ,আনন্দ মৃত্তিকা নাজ, লামিয়া সায়মন প্রমুখ। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।