শামীম আহমেদ ॥ বরিশালে র্যাবের পৃথক অভিযানে প্রায় আড়াই কেজি গাঁজা ও ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সদর দফতর।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়।
এসময় পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুড়া এলাকার হাফেজ মোঃ আল আমিনের ছেলে মোঃ সাকিব রাজা(২০)কে ১ কেজি ৯৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ওই ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে কোতোয়ালি মডেল থানাধীন নগরের বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড় এলাকারা হাজী আঃ খালেক বেপারীর ছেলে মোঃ আঃ কুদ্দুস বেপারী রানা (৪৫)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।