বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালের আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ গোলাম ছরোয়ার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বরিশালের আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ গোলাম ছরোয়ার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শামীম আহমেদ ॥
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার।
বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম বিভিন্ন বিষয়ের পারফরমেন্সের ভিত্তিতে মার্চ মাসের নিয়মিত মাসিক অপরাধ দমন সভায় ্অগেলঝাড়া থানার চৌকস ওসি মো. গোলাম ছরোয়ারকে বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে তাঁর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন পিপিএম, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহসহ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল অফিসার ইনচার্জবৃন্দ।
একই দিন একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ এসআই এর কৃতিত্ব অর্জন করায় আগৈলঝাড়া থানার এসআই মো. আলী হোসেনকে অনুরুপ পুরস্কারে ভুষিত করেছে বরিশাল জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech