নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আরো দুই দিন এই বৃষ্টি থাকতে পারে। এমনকি ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণেই গত দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই হার থাকতে পারে আরো দু’দিন। এমনকি ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার। আর সকালের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার দুপুর পর্যন্ত থেমে থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এই সময়ে মধ্যে রোদ উঠতেও পারে তবে তা স্থায়ী হবে না। রোদ বৃষ্টি এই খেলা চলবে শনিবার পর্যন্ত যেখানে বৃষ্টিপাতই বেশি হবে। শনিবার দুপুরে পর পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিনি বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপের সঙ্গে আরব সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটি সাইক্লোনের আকার ধারন করেছে। এসব লঘুচাপ বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে না। তবে আগামী দুই দিন এর প্রভাবে খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। এ কয়েকদিন আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে।