শামীম আহমেদ ॥
গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ বরিশালের উজিরপুরের কুখ্যাত মাদক ব্যাবসায়ী আনিচকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম। এ সময় আনিচের কাছ থেকে ৫২৫ পিচ ইয়াবা, ৪ শ’ গ্রাম গাঁজাসহ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এস আই কাজি ওবায়দুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২ টায় দিকে উজিরপুর উপজেলার তেরদ্রোন থেকে স্থানীয় মৃত জবেদ আলীর পুত্র মাদক সম্রাট আনিচকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উল্লিখিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। আটক আনিচের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ টি মাদক মামলা চলমান এবং ৪ টির ওয়ারেন্ট মুলতবি রয়েছে। ধৃত আনিচকে উজিরপুর থানায় হস্তান্তর পূর্বক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এই অভিযান অব্যহত হয়েছে।