বরিশাল প্রতিনিধি:
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করার জন্য ১২ দফা দাবিতে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল সোমবার দুপুরে নৌ যাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক শহীদুল আলম স্মারকলিপি গ্রহন করেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবীগুলো হলো, ট্রেন স্টেশন বাস স্টান্ড ও বিমান বন্দরের মতো নৌ পরিবহন টার্মিনালে ইজারা প্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করতে হবে, নৌ পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করতে হবে, নৌ পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে হবে, নৌ পরিবহনে ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করতে হবে, প্রতিটি নৌ পরিবহনে পর্যাপ্ত বয়া, লাইফজ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি নৌপরিবহনের স্টাফদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যাবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে, অবিলম্বে নৌ পরিবহনে যাত্রী বিমা চালু করতে হবে, প্রতিটি লঞ্চের ইঞ্চিন রুমের পাশ থেকে খাবার হোটেল ক্যান্টিন সরিয়ে নিতে হবে, দক্ষ মাস্টার, সুকানি ও গ্রীজার নিয়োগ দিতে হবে এবং ফিটনেসবিহিন নৌযান সার্ভিস বন্ধ করতে হবে, লঞ্চ স্টিমারের ক্যান্টিন ও চায়ের দোকানে অতিরিক্ত দাম নেয়া যাবে না, নৌ যান কর্মচারী ও ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, নৌ ভ্রমন কালে যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে এবং অজ্ঞান পার্টি মলম পার্টি সহ অন্যকোন প্রকার যাত্রী প্রতারনার দায় ও ক্ষয়ক্ষতি নৌ কর্তপক্ষকে নিতে হবে এবং ঢাকা-বরিশাল-খুলনা রুটে পূর্বের ন্যায় সপ্তাহে সাত দিন স্টিমার ও অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন নৌ যান চালু করতে হবে। এসময় বরিশাল নৌ যাত্রী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সাকিবুল ইসলাম সাফিন, বনী আমিন তালুকদার, ইয়াসমিন সুলতানা, মিজানুর রহমান, রফিক সরদার, আব্দুর রহমান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।