বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ বরাদ্ধের দাবি

বরিশালে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ বরাদ্ধের দাবি

বরিশাল প্রতিনিধি:
আগামী অর্থবছরের (২০২২-২৩) জাতীয় বাজেটে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ বরাদ্ধের দাবি জানানো হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বরিশালের পর্যটন শিল্প, মৎস্যসম্পদ ও স্বাস্থসেবা খাত। গতকাল সোমবার বরিশালে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস সভাকক্ষে অনুষ্ঠিত গণতান্ত্রিক বাজেট আন্দোলনের প্রাক-বাজেট সংলাপে অংশগ্রহনকারীরা তাদের এসব মতামত তুলে ধরেন। আসন্ন জাতীয় বাজেটে জেলা পর্যায়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের চাহিদা নিরূপনের এ সংলাপে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহন করেন। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী। সংলাপে দাবি তোলা হয়, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে সরবরাহ করা হলে এখানে দ্রুত শিল্পায়ন হবে।

সংলাপে অংশগ্রহনকারীরা জানান, উপকূলীয় এলাকা দক্ষিণাঞ্চল সাগর-নদীবেষ্টিত। পর্যটন কুয়াকাটায় এখনও আধুনিকায়ন হয়নি। এছাড়া সাগর তীরের জনপদ বরগুনার তালতলী ও পাথরঘাটার হরিণঘাটাসহ আরও কয়েকটি স্থানে পর্যটন কেন্দ্র গড়ে উঠার সম্ভবনা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে এ স্পটগুলোর উন্নয়ন করা হলে পর্যটন শিল্পের বিকাশ হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের সাগর-নদীতে বিপুল পরিমান মৎস্যসম্পদ বৃদ্ধি ও রক্ষণাবেক্ষনের ওপরও গুরুত্বআরোপ করা হয় সংলাপে। সংলাপে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষ উন্নত চিকিৎসার জন্য এখনও রাজধানী ঢাকার ওপর নির্ভরশীল। দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নানামুখী সংকট থাকায় এ প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ।

শেবাচিম প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবী জানানো হয়। এছাড়া সংলাপে বরিশালের কুটির শিল্প পণ্যর বাজারজাত নিশ্চিত করা, স্থানীয় ফল পেয়ারা ও আমড়ার প্রক্রিয়াজাতকরন শিল্প স্থাপনের দাবী জানানো হয়েছে। সংলাপের সভাপতি এনায়েত হোসেন চৌধুরী বলেন, সংলাপে উঠে আসা মতামতগুলো সুপারিশ আকারে কেন্দ্রে পাঠানো হবে। সংলাপে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল ও শুভংকর চক্রবর্তী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসিফ মনির চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech