বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। চৌধুরী শরীফা নাসরিনকে সভাপতি এবং মোসাম্মৎ লিপি নাসরিনকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির ৯ জন সহসভাপতি হলেন- হোসনেয়ারা বেবি, অ্যাডভোকেট শাহিনুর বেগম, রাশিদা আক্তার বিউটি, তাসলিমা সেকান্দার, নয়ন বেগম, খাদিজা বেগম, ফাতেমা কানিজ ঝুমুর, লতা বেগম ও আনোয়ারা বেগম।
৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইসরাত জাহান তামান্না, ফিরোজা বেগম, সাদিয়া বেগম, রহিমা বেগম বেবি, ইয়াসমিন খুকু ও রুমা বেগম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান লিলি। কোষাধ্যক্ষ বিউটি বেগম এবং দপ্তর সম্পাদক শিউলি আক্তার।
সভাপতি চৌধুরী শরীফা নাসরিন বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটের বাসিন্দা। সাধারণ সম্পাদক মোসামৎ লিপি নাসলিন মুলাদী পৌর শহরের বাসিন্দা।