বরিশাল প্রতিনিধি:
বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও ১০ এপিবিএন এর যৌথ অভিযানে ৭ জন ব্যবসায়ীকে ২১ হাজার ৫ শ’টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড় টা পর্যন্ত বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ৭ জন ব্যাবসায়ীকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিশিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২১ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয় বলে জানান অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান খান সঙ্গিয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।