ডেস্ক রিপোর্ট:
বরিশালের মেহেন্দীগঞ্জে ঝড়ো বাতাসে ঘর ভেঙে চাপা পড়ে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন।
আজ (২০শে এপ্রিল) বিকালে মেহেন্দীগঞ্জ উপজেলায় গাগুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রুস্তম হাওলাদার (৭০) ও পুত্রবধূ জয়নব বেগম (৩৫)। জয়নব তিন সন্তানের জননী। এ সময় জয়নবের স্বামীসহ তার সন্তানরা আহত হয়েছেন।
আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা জানান, ঘরচাপায় মারা যাওয়াদের পরিবারটি আগে শ্রীপুর গ্রামে বসবাস করতেন। নদী ভাঙনের কারণে আট দিন আগে গাগুরিয়া গ্রামে নতুন ঘর তুলে বসবাস শুরু করেন।
তিনি জানান, বিকালে আকস্মিক ঝড়ো বাতাস হলে টিনের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরে থাকা রুস্তম এবং জয়নব ঘটনাস্থলেই মারা যান। টিনের আঘাতে পরিবারের অন্য সদস্যরা আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করেন।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঝড়ো বাতাসে ঘর চাপায় দুই জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।