বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো কেও আরো সুসংগঠিত করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।
বৃহস্পতিবার দুপুরে উজিরপুরের বামরাইল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বামরাইল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উজিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম মনির।
এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টিটু হাওলাদার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক জসিম উদ্দিন বাপ্পি,বামরাইল ইউনিয়ন পরিষদ মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বামরাইল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল-আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বিশেষ প্রতিনিধি সভায় বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভা শেষে তিনবছর মেয়াদি বামরাইল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এতে বিনা পতিদ্বন্ধিতায় সভাপতি পদে মোঃ আল-আমিন ও সম্পাদক হিসেবে মোঃ মুজাহিদুল ইসলাম নাম ঘোষণা করা হয়।