বরিশাল মহানগর জাতীয় পার্টির ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে পার্টির কার্যক্রম শক্তিশালী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার বিকেলে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন আয়োজন করা হবে।
পর্যায়ক্রমে অন্য ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের পার্টি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।