বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ব্রজমোহন স্কুল সংলগ্ন রব মিয়ার গলিতে সাদিয়া আফরিন আশা (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১২টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধূ গলায় ফাঁস দেন। কোতয়ালি মডেল থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার মেয়ে আশা বিয়ের পর স্বামী সন্তান নিয়ে রব মিয়ার গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার স্বামী তারিকুর রহমান ঝালকাঠি জেলা শহরের বাসিন্দা। কোতয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন জানান, গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে এসআই হামিদুর রহমানের নেতৃত্বে একটি টিম পাঠানো হয়েছিল। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এসআই হামিদুর রহমান স্বজনদের বরাত দিয়ে জানান, কেজি ওয়ানে পড়ুয়া মেয়ে এক বিষয়ে খারাপ রেজাল্ট করেছে। এই কারণে গৃহবধূ তার সন্তানকে মারধর করেন। ধারণা করা হচ্ছে- অনুশোচনা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।