বরিশাল প্রতিনিধি : ২৫ রমজান ২৭ এপ্রিল বুধবার বিকাল ৫ টায় নগরীর কীর্তনখোলা নদীর তীরে ত্রিশ গোডাউন বধ্যভূমিতে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় মোঃ মুশফিকুর রহমান, বিআইডব্লিউটিএ’র পোর্ট কর্মকর্তা আজগর হোসেন, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বিদ্যানন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক মোঃ হাসিব মিয়াসহ বিদ্যানন্দের সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।