মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলায় এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে একজন ভ্যানচালক ৪ যাত্রী নিয়ে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমির শেখ নামে একজন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রান্ত দফাদার নামে একজনসহ দুজন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনাটি ঘটেছে।