স্টাফ রিপোর্টার :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিচুর রহমানকে (৬০) নামের এক বৃদ্ধ লোককে কুপিয়ে জখম করেছে ছিচকে এক মাস্তান। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়েনর রাজারচর গ্রামে বাসিন্দা মৃত খালেক সিকদারের ছেলে আনিচুর রহমানকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে একই এলাকার আদম আলী সরদারের ছেলে হোসাইন আহমদ লিটন সরদার। ঘটনাটি শনিবার রাতের।
ভুক্তভোগীর স্বজনেরা জানায়, লিটন এর আগেও ছোটখাটো বিষয় নিয়ে হুমকি-ধামকি দিতো। ঘটনার দিন শনিবার রাত ১০টার দিকে সিরাজ খানের মুদি দোকানের সামনে বসে কথা কাটাকাটির জের ধরে লিটন রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার ডাক-চিৎকার শুনে দৌড়ে এসে উদ্ধার করে স্বজনরা।
আহত অবস্থায় আনিচুরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
শেবাচিম হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আনিচুরের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত আছে। সারতে কিছুদিন সময় লাগবে।
এবিষয় বরিশাল কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী আনিচুর রহমান।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) লোকমান হোসেন বলেন বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’