গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের দুই ছাত্রীকে শুক্রবার উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতকরন, শিক্ষার্থীরা ইভটিজিং, যৌন হয়রানী বন্ধ, ক্যম্পাসে নিরাপত্তায় দায়িত্ব পালনকারী প্রহরীদের নিরাপত্তা, ও ক্যাম্পসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বশিাল-গোপলগঞ্জ আঞ্চলিক সড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
সকাল ১০টা থেকে ১২টা দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ছাত্র-ছাত্রীরা অংশ নেন । মানববন্ধন শেষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মোঃ রশিদ বিল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ মাহাবুব হাওলাদার, মোঃ ফিরোজ মাহমুদ, মোঃ সাজ্জাত হোসেন, মোঃ সিয়াম সিকদার প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে ৭ দফা বাস্তবায়নের জন্য অধ্যক্ষকে ২৪ ঘন্টার অলটিমেটাম দেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার সকালে স্থানীয় বহিরাগত বখাটেরা ক্যাম্পসে প্রবেশ করে দুই ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের লাঞ্চিত ও ছাত্রীদের শ্লীলতাহানি করা হয়। শিক্ষার্থী মোঃ মাহাবুব হাওলাদার, মোঃ ফিরোজ মাহমুদ, মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা ক্যাম্পসে প্রায় নিয়মিতভাবে বহিরাগতের দ্বারা নির্যাতিত হচ্ছি। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। শুক্রবারে ক্যাম্পসে দুই ছাত্রীর সঙ্গে সংঘটিত ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আগামি ২৪ ঘন্টার মধ্যে এদের বিচারের আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।এ ছাড়াও শিক্ষার্থীরা শুক্রবার উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতকরন, শিক্ষার্থীরা ইভটিজিং, যৌন হয়রানী বন্ধ, ক্যম্পাসে নিরাপত্তায় দায়িত্ব পালনকারী প্রহরীদের নিরাপত্তা, ও ক্যাম্পসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে অধ্যক্ষ বরাবরে লিখিত দেন। শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের সহকারী অধ্যাক্ষ সাখাওয়াত হেসেন বলেন, শিক্ষার্থীদের দাবির সমর্থনে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে তাদের দাবি সকল দাবি মেনে নেওয়া হবে। গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ৭ দফা দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়ার পরে শিক্ষার্থীরা আঞ্চলিক সড়কের কর্মসূচী প্রত্যহার করে নেন।