বরিশাল অফিস ও মেহেন্দিগঞ্জ সংবাদদাতাবরিশালের মেহেন্দীগঞ্জে গজারিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে জেলে নৌকা ডুবির ঘটনায় শামসুল হক আকন (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল শনিবার সকালে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর চরএকরিয়া ও জয়নগর এলাকার মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে পড়ে জেলের নৌকাটি ডুবে যায়। পরে বেলা ১১ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে উদ্ধার করে। নিহত শামসুল হক আকন চরএকরিয়া গ্রামের আব্দুল জলিল আকনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার। তিনি বলেন, গতকাল সকালে শামসুল নৌকায় একাই মাছ ধরতে যায়। নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে। মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুননবী নিহতের বাড়িতে যান এবং দাফনের জন্য পরিবারকে দশ হাজার টাকা প্রদান করেন।
ফটো ক্যাপশন
বরিশালঃ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে গতকাল শনিবার নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন