বরিশাল প্রতিনিধি:
‘ডিজিটাল যুগে পরিমাপ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিএসটিআই এর উপপরিচালক ও অফিস প্রধান মো. শফিউল্লাহ খান প্রমুখ। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব মেট্রোলজি দিবস ২০২২ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।