বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ,২৪ মে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি এর নেতৃত্বে এসআই মোঃ রাকিব হোসেন, সহ সঙ্গীয় অভিযানিক টিম কোতোয়ালি মডেল থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ হাসপাতাল রোড ঝাউতলা প্রথম গলির বিপরীত পাশে শহিদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ৯২০ পিস ইয়াবা সহ রাজধানী ঢাকা জেলার সাভার থানাধীন
মোহনপুর গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে মোঃ মুসলিম(৪০) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন খানপুরা গ্রামের বাসিন্দা আঃ ওয়াহেদ খানের ছেলে মোঃ কবির হোসেন খান(৫০) কে ইয়াবাসহ আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
এসময় ইয়াবা বিক্রয় এর কাজে ব্যবহৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।